ডাউনলোড

ঈদ শুভেচ্ছা বার্তা (স্পেশাল ৫০ টি)

ঈদ মুসলমানদের সবচেয়ে জনপ্রিয় উৎসব। বছরে ২ টি ঈদ বন্ধু-বান্ধব, আত্বীয়-স্বজনদের মাঝে মিলনমেলার সৃষ্টি করে। ঈদ এলেই প্রিয়জন, বন্ধু-বান্ধব, আত্বীয়-স্বজনদের আমরা সবাই মোবাইল, ফেসবুক, Whats App বা এমন আরও অনেক মাধ্যম রয়েছে যার মাধ্যমে ঈদ শুভেচ্ছা বার্তা পাঠিয়ে থাকি। আমি নিজেও এমন ঈদ শুভেচ্ছা বার্তা পাঠাই।
তবে অনেক সময়ই নিজের থেকে সুন্দর ভাবে ঈদ এসএমএস/ ঈদ শুভেচ্ছা বার্তা লেখার সময় হয়ে ওঠে না। তাই তো অনলাইনের সহায়তা নিই।
আজ এমনই ৫০ টি বাছাই করা খুদে ঈদ শুভেচ্ছা বার্তা আপন ব্লগের পাঠকদের জন্য দিলাম। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।

নীল আকাশে ঈদ-এর চাঁদ, ঈদের আগে চাঁদনী রাত। ঈদ হল খুশির দিন, দাওয়াত রইলো ঈদের দিন। ভালো থেকো সীমাহীন, ঈদ-এর দিন টা তোমার হোক রঙিন..! *ঈদ মোবারক*

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ,
ঈদ মানে ভুলিয়া দিতে সকল বিভেদ দ্বন্দ।
ঈদ মানে ভুলে যাওয়া যত দুঃখ-ভয়,
ঈদের মতোই তোমার জীবনটা হোক দিপ্তময়।

স্বপ্ন গুলো সত্যি হোক, সকল আশা পুরনো হোক। দু:খ দুরে যাক, সুখে জীবন ভরে যাক। জীবনটা হোক ধন্য, ঈদ মোবারাক তোমার জন্য। ঈদ মোবারাক!!

তোমার জন্য সকাল-দুপুর, তোমার জন্য সন্ধ্যা,
তোমার জন্য সকল গোলাপ ও রজনীগন্ধা।
তোমার জন্য সব সুর, তোমার জন্য ছন্দ,
এই ঈদ আনুক অনাবিল আনন্দ।

ঈদ কার্ড দিতে পারলাম না
তুমি দূরে বলে
মুখে বলতে পারলাম না
নাম্বার নাই বলে,
তাই তোমাকে বলছি সুন্দর হোক
তোমার ঈদের দিন,
দাওয়াত রইলো অগ্রিম ।

বন্ধতুমি অনেক দূরে, তাইতো তোমায় মনে পড়ে, সুন্দর এই সময় কাটুক খুশিতে, সব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে। ঈদ মোবারক…

মেঘলা আকাশ মেঘলা দিন, ঈদের বাকি একদিন, ঝড় বৃষ্টি রোদের দিন, আসবে কিন্তু ঈদের দিন, নদীর ধারে সাদা বক……তোমাকে জানাই অগ্রিম “ঈদ মোবারক”

আনন্দের এই সময় গুলো, কাটুক থেমে থেমে, বছর জুড়ে তোমার তরে, ঈদ আসুক নেমে। অগ্রিম ঈদ মোবারক…

কিছু কথা অব্যাক্ত রয়ে যায়,
কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়,
কিছু স্মৃতি নিরবে কেদে যায়,
শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয়
” ঈদ মোবারক “

চিঠি দিয়ে নয় “ফুল দিয়ে নয়”
কার্ড দিয়ে নয় “কল দিয়ে নয়”
মনের গহীন থেকে মিষ্টি  এস.এম.এস দিয়ে
জানাই সবাই কে “অগ্রিম ঈদের শুভেচছা”
**ঈদ মোবারক**

হাঁসের ডিম মুরগির ডিম
“দেখা হবে ঈদের দিন”
ঈদ মানে আনন্দ ‘ঈদ মানে খুশি’
ঈদের দাওয়াত না দিলে
মারবো একটা ঘুষি!
**ঈদ মোবারক**

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button