নারীদের পর্দা বিষয়ে

||||রিপ্লাই|||| : আপনি বলেছেন দৃষ্টি সংযোত রাখতে… আমিও একমত…আপনার কথাটির সাথে বাংলাদেশের 95% নারী হয়ত একমত । কথাটি ঠিক উলোবনে মুক্তা ছড়ানোর মতই ।
আপনারা আপনাদের আইন ভঙ্গ করেছেন….ছেলেরা তাহলে কি করতে পারে ।
আপনি বলছেন….দৃষ্টি সংযোত রাখতে…. আমি যদি বলি আপনারা নারীরা নিজেদের একটু খেয়াল করুন । আপনাদের ইসলামী শরীয়াতে পর্দা করতে বলা হয়েছে.. এখন যদি এটা না মানেন তাহলে?? ইসলাম হল পূর্ণ জীবন বিধান.. সুতরাং এর বাহিরে আসলে তো বিপদে তো পরবেনই ।
একটা উদাহারণ দেই- যখন কোন মহামূল্যবান জিনিস নিয়ে রাস্তায় আপনি বাহির হন তখন কি করেন? নিশ্চই সেটা খুব গোপনে অথবা করা নিরাপত্রায় এক জায়গায থেকে অন্য জায়গায় নিযে যান ।
ঠিক নারীরা এটাই করুক.. যদি তাহার রুপ দেখাইবার মনচায়.. করা নিরাপওায় দেখাক.. কেউ কিছু বলবে না । কিন্তু অনুরোধ বিনা নিরাপওায় যেন তাহারা ইসলামী নিয়ম অনুযায়ী পর্দা করে । কেননা পর্দা না করে রুপ দেখাইলে–বর্তমান অবস্থায় 15% ছেলে একবার তাকিযে আরএকবার তাকাবেনা, 50% ছেলে বলবে মেযেটা জটিল.. আর 30% ছেলে বলবে শালা মালটা কে যদি পাইতাম … আরও 5% আপনার পিছুও নিয়ে আপনাকে একটি বিপদে ফেলানোর মত পরিস্থিতিতে ফেলতে পারে ।
শেষের 5% কথা চিন্তা করে পর্দা করুন । % এর পরিমান টা বেড়ে গেলে পর্দা ছাড়া বাহির হওয়াই কিন্তু মশকিল আছে ।
আজকের নারীরা তাদের নিকট যে মহামূল্যবান সম্পদ আছে তার কোন মূল্যই দেয় না । অতপর তারা সেই অপ্রত্যাশিত শাস্তিটাই তারা পেয়ে থাকে… । খুব সাধারণ বিষয়… লক্ষ কোটি টাকা নিয়ে রাস্তায় বিনা নিরাপত্রায় যাওয়াটা যেমন বোকামী.. ঠিক পর্দা ব্যতিত কোন নারী বাহির হওয়াটাও তেমনই বোকামী ।
কিন্তু হায় .. নারীর ইজ্জত যে লক্ষ কোটি কোটি টাকার চেয়েও বেশি মূল্যবান, এর নিরাপত্রা তাহলে কেমন হওয়া উচিত ?